লাইভ স্ট্রিমিংয়ে ১৪২৭ উদযাপন

১৪ এপ্রিল, ২০২০ ১৬:০০  
করোনা বাধা উপেক্ষা করে অনলাইন লাইভ স্ট্রিমিং-এ নববর্ষের নতুন দিনকে বরণ করে নিলেন নেটিজেনরা। মঙ্গলবার সূর্যদ্বয়ের পরপরই ‘বৈশাখী’ সঙ্গীত গেয়ে ‘অগ্নি স্নানে সূচী হোক ধরা’ প্রার্থনায় বরণ করে নেয়া হলো ১৪২৭ বঙ্গাব্দকে। নতুন ধারার এই ডিজিটাল নবর্ষের ব্যতিক্রমী আয়োজনের মধ্যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে নজর কেড়েছে লাইভ স্ট্রিমিংয়ে ‘মঙ্গল সঙ্গীত’। এদের মধ্যে নিজ নিজ পিসি ও ল্যাপটপের সামসে বসে ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ে অফিসের সহকর্মীদের নিয়ে ‘এসো হে এসো’ গান গেয়ে নতুন বছরবে বরণ করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান ফিফোটেক। রাজধানীর কারওয়ান বাজারের সফটওয়্যার টেকনোলজি পার্কের দশম তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির অফিসে একমাস ধরে অবস্থান করা ৫০ কর্মীকে নিয়ে বাসায় বসে অফিসের কাজে যুক্ত থাকা আরো ৩০০ এর মতো কর্মীকে নিয়ে ভিন্নমাত্রায় নববর্ষ পালন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌহিদ হোসেন। ডিজিটালি মঙ্গল শোভাযাত্রার একটি পোস্টার তৈরি করে তার মাধ্যমে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। ভিডিও বার্তা দিয়েছেন এই অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। প্রতিবার দেশ ও সমাজের পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় আমাদের পোস্টারে প্রতিফলিত হলেও এবার করোনাভাইরাসের সংক্রমণকালে মানুষের মধ্যে যেসব বৈশিষ্ট্য দৃশ্যমান তা পোস্টারে প্রতিফলিত হয়েছে ডিজিটাল পোস্টারে। ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ গান নিয়ে ডিজিটাল অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়। ছায়ানটের আবহে এই অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে।